মাদক পাচারের অভিযোগ আগে থেকেই ছিল। তারপর আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট। আর দুই অভিযোগের ভিত্তিতে এক মুসলমান যুবককে গ্রেপ্তার করল পুলিস। বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি লালকুঠিপাড়ার বাসিন্দা ধৃত যুবকের নাম শাহরুখ খান (২২)। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মাদক কারবারের সঙ্গে যুক্ত। কয়েকদিন আগে সে পিস্তল হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। বিষয়টি পুলিস জানতে পারে। তদন্ত করে পুলিস জানতে পারে সে মাদক কারবারি। এরপর আর সময় নষ্ট করেনি পুলিস। রীতিমতো ফাঁদ পেতে গত ১৩ই এপ্রিল, শুক্রবার রাতে সিউড়ির ভগৎ সিং পার্কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল ১৪ই এপ্রিল, শনিবার তাকে সিউড়ি আদালতে সুপ্রিয়া খানের এজলাসে তোলা হলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরকারি আইনজীবী বিকাশ পৈতণ্ডী বলেন, অভিযুক্তর ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অস্ত্রসহ ছবি পোস্ট ফেসবুকে, সিউড়িতে গ্রেপ্তার শাহরুখ খান
