দিনে-দুপুরে এক হিন্দু গৃহবধূকে অপহরণের চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি গতকাল ১২ই এপ্রিল, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটেছে। ঐদিন বিকেলের দিকে ওই হিন্দু গৃহবধূ বারুইপুর হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি অটো ধরার জন্যে দাঁড়িয়েছিলেন। অটোওয়ালা বলেন যে তিনি শাঁখারিপুকুর রাস্তা দিয়ে যাবেন। ওই গৃহবধূ সরল বিশ্বাসে অটোতে উঠে বসেন। পিছনে একজন মুসলিম ব্যক্তি বসে ছিলেন। কিন্তু আউটটি শাঁখারিপুকুরের রাস্তায় না গিয়ে যখন লক্ষীকান্তপুর রাস্তার দিকে যেতে শুরু করে, তখন ওই গৃহবধূ প্রতিবাদ করেন। ওই মহিলা হিন্দু সংহতির প্রতিনিধিকে জানিয়েছেন যে তিনি প্রতিবাদ করলে ওই দুষ্কৃতী রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে এবং তাকে খুন করার ভয় দেখায়। কিন্তু লক্ষীকান্তপুর যাবার রাস্তায় চাঁদখালী মোর উল্টোদিক থেকে আসা একটি সন্ন্যাসীভর্তি গাড়ি দেখে মহিলাটি সাহস করে ওই মুসলিম দুস্কৃতিটিকে ধাক্কা মারবেন এবং চিৎকার করেন। তারাই ওই মহিলাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওই গাড়িটি দ্রুত ওখান পালিয়ে যাওয়ায় দুষ্কৃতীদেরকে ধরা সম্ভব হয়নি। রাতেই ওই মহিলা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন, যার নম্বর ১০৩৪/১৮। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।