এই বাংলায় আর একটি হিন্দু মেয়ে লাভ-জিহাদের শিকার হয়ে হিন্দু সমাজ থেকে হারিয়ে গেলো। এইবার লাভ-জিহাদের শিকার হলো দক্ষিণ ২৪ পরগণা জেলার রামনগর থানার অন্তর্গত সিংহলগঞ্জের হিন্দু কিশোরী সুজাতা প্রধান (নাম পরিবর্তিত, বয়স ১৭ বছর ১০ মাস)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের শম্ভূনাথ প্রধানের মেয়ে গত ২১শে মার্চ, বুধবার স্কুল থেকে ফেরার সময় বিষ্ণুপুর থানার অন্তর্গত খুড়ীরপোলের বাসিন্দা জাকির হোসেন মোল্লা সুজাতাকে নিয়ে যায়। পরের দিন ২২শে মার্চ, বৃহস্পতিবার সুজাতার পরিবার তাদের মেয়েকে ফিরে পাবার জন্যে রামনগর থানায় FIR দায়ের করেন, যার নম্বর ৪৪/১৮। পুলিশ অভিযুক্ত জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে IPC -৩৬৩ ধারায় কেস রুজু করে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও রামনগর থানার পুলিশ অপহৃতা সুজাতা প্রধানকে উদ্ধার করতে পারেনি।