উত্তরপ্রদেশের সরযূ নদীর তীরে ১০০ মিটার দীর্ঘ ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি বানানোর কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের পর্যটনদপ্তর একটি বুকলেট প্রকাশ করে। তাতে এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে যোগী আদিত্যনাথ সাংবাদিক সম্মেলনে দেশের শিল্পসংস্থাগুলিকে এই প্রকল্পে অর্থ দানের জন্যে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে শিল্প সংস্থাগুলি যেন তাদের সামাজিক দায়বদ্ধতা খাতের টাকা থেকে দেন করেন। তবে যোগী আদিত্যনাথের এই প্রকল্প নিয়ে সাংবাদিকরা তাকে বিতর্কিত প্রশ্ন করেন। তাদের প্রশ্নের আদিত্যনাথ বলেন যে এর আগেও দেশের অনেক ধর্মীয় আশ্রম তৈরিতে কর্পোরেট সংস্থা টাকা দিয়েছে, তাই এ নিয়ে আপত্তি করার কোনো কারণ নেই।