প্রায় চার লক্ষ টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংলিশবাজার থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৮শে মার্চ, বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মালদহের রথবাড়ি থেকে ওই ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ১৯৭ টি নতুন দু’হাজার টাকার উন্নতমানের জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জলিল শেখ। সে বৈষ্ণবনগরের মণ্ডাই এলাকার বাসিন্দা। বুধবার ধৃতকে আদালতে তুলে ইংলিশবাজার থানার পুলিস দশদিনের জন্যে নিজেদের হেপাজতে নিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগরের বাসিন্দা ওই ব্যক্তি জালটাকা গুজরাতে নিয়ে যাচ্ছিল। খোদ জেলা সদর থেকে জালনোট বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে ঘিরে পুলিস মহলেই চর্চা শুরু হয়েছে।
ইংলিশবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু বলেন, ৩ লক্ষ ৯৪ হাজার টাকার জালনোট সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষ্ণবনগরের ওই বাসিন্দাকে রথবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জালনোট চক্রের হদিশ পেতে আমরা তাকে আমাদের হেপাজতে নিয়েছি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।