পাকিস্তানের করাচি শহরে পালিত হলো শ্রী রাম নবমী উৎসব। এই উৎসবে করাচি শহরে থাকা সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করেন। এই উৎসব করাচি শহরের জনপ্রিয় মন্দির শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে অনুষ্ঠিত হয়। সবাই মিলিতভাবে ”জয় শ্রী রাম” লেখা গেরুয়া পতাকা উত্তোলন করেন। এই উৎসব উপলক্ষে মন্দিরটিকে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। তাছাড়া এই উৎসবে যোগ দিতে সিন্ধু প্রদেশ থেকেও প্রচুর হিন্দু উপস্থিত হয়েছিলেন করাচির শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে।
করাচির পঞ্চমুখী হনুমান মন্দিরে পালিত হলো রামনবমী উৎসব
