কাছাড় আপডেট :-আসামের কাছাড় জেলার সোনাই থানা এলাকা থেকে গত ২৭ শে মার্চ সোনালী শুক্লবৈদ্য (নাম পরিবর্তিত) নামে এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ছাপির আহমেদ মজুমদার।ওই নাবালিকা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলো তখন এই ঘটনা ঘটে। হিন্দু সংহতি সেই খবর প্রকাশ করেছিল। আর সেই নাবালিকাকে গত ২৯শে মার্চ গভীর রাত্রে আসামের ডিমাপুর থেকে উদ্ধার করে আনলো সোনাই থানার পুলিস। যদিও পুলিস অপহরণকারী ছাপির আহমেদকে ধরতে পারেনি। ওই নাবালিকাকে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সোনাই থানার ওসি আপনচন্দ্র পাল। ঐদিন নাবালিকাকে কোর্টে তোলা হয় এবং বর্তমানে সে তার বাবা-মায়ের ফিরে গিয়েছে।