গত ৯ই মার্চ, ২০১৮ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা বিধানসভার গোয়ালতোড় থানার মায়তা অঞ্চলের হিন্দু সংহতির একনিষ্ঠ কর্মী অচিন মাল ও ভাই বুবাই মালকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে ছোটখাটো বচসা হয় হিন্দু ও মুসলিমদের মধ্যে। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। মুসলমানদের অভিযোগের ভিত্তিতে অচিন এবং বুবাইকে জেলে যেতে হয় ।তার যথেষ্ট কারণও আছে । গোয়ালতোড় থানা অঞ্চলের বিভিন্ন জায়গায় খুন,ধর্ষণ লেগেই থাকতো। অচিন মালের নেতৃত্বে হিন্দু সংহতির সহযোগিতায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শুরু করে ওখানের হিন্দুরা। তাই হিন্দু বিরোধীদের চক্ষুশূল হতে থাকে অচিন মাল। তাই তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া কর্মীকে জেল থেকে ছড়িয়ে আনলো হিন্দু সংহতি

আজ ২৯সে মার্চ, বৃহস্পতিবার সকাল বেলা হিন্দু সংহতির একনিষ্ঠ কর্মী অচিন মাল ও তার ভাই বুবাই মালকে মেদিনীপুর কেন্দ্রীয় শোধনাগার থেকে জামিনে মুক্ত করিয়ে আনলো হিন্দু সংহতি। জেল থেকে মুক্ত হওয়ার পর ওই দুই কর্মীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান হিন্দু সংহতির সহ – সম্পাদক শ্রী সৌরভ শাসমল মহাশয় ।