করিমগঞ্জ আপডেট :- গত ১২ মার্চ, ২০১৮ করিমগঞ্জের রবীন্দ্রসদন কলেজের নিখোঁজ ছাত্রী মৌসুমী দাসের খোঁজ পাওয়া গেলো। সে বর্তমানে বাংলাদেশের ঢাকায় রয়েছে। হিন্দু কলেজ ছাত্রী মৌসুমী ইসলাম গ্রহণ করে বর্তমানে ফাতিমা-উল- জান্নাত। সে ব্যবসায়ী নুমান বাদশার সঙ্গে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান যে নুমান বাদশা ব্যবসার কাজে প্রায়ই শিলচর, করিমগঞ্জে আসতো। সেই থেকে তার মৌসুমীর সঙ্গে পরিচয় এবং ভালোবাসা থেকে ধর্মান্তরিত হয়ে মৌসুমী এখন ফাতিমা। তবে বেআইনি ভাবে বাংলাদেশে প্রবেশ করে সে এখন ঢাকা পুলিসের হেফাজতে রয়েছে সে। সেখান থেকে একটি ভিডিও পাঠিয়েছে ঢাকা পুলিস। তবে মৌসুমীর ইসলাম গ্রহন করে, কালো বোরখা পরে ফাতিমা হওয়া লাভ-জিহাদের চক্রান্তের দিকে ইঙ্গিত করে। আর এই লাভ-জিহাদের শিকার হয়ে আর একটি হিন্দু মেয়ে হিন্দু সমাজ থেকে হারিয়ে গেলো।