আসামের কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত ১৬বছরের স্কুল ছাত্রী সোনালী শুক্লবৈদ্য (নাম পরিবর্তিত)কে স্কুল থেকে ফেরার পথে জোর করে তুলে নিয়ে গেলো ছাপির আহমেদ মজুমদার (পিতা -উজির উদ্দিন)। অপহৃত সোনালী স্থানীয় বাবুগঞ্জ হাইস্কুলের ছাত্রী ছিল। গত ২৭শে মার্চ, মঙ্গলবার স্কুল থেকে ফেরার সময় দুপুর ২তার সময় তাকে অপহরণ করা হয়। নিরুপায় হয়ে মেয়েটির পিতা সোনাই মেয়েকে ফিরে পাবার জন্যে আবেদন জানিয়েছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী অপহৃতা সোনালীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আসামের কাছাড়ের হিন্দু স্কুলছাত্রীকে অপহরণ করলো ছাপির আহমেদ মজুমদার
