রামনবমীর মিছিলে সংঘর্ষের জেরে মৃত্যু হল এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়শা থানার ভুরসা গ্রামে। আগে থেকেই উত্তেজনা ছিল। মিছিল শেষে হিন্দু-মুসলিম সংঘর্ষ হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মিছিলকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। সেখানেই গুরুতর আহত হন এক গ্রামবাসী। ডিএসপি হেড কোয়ার্টার সুব্রত পাল-সহ আহত হন ৪ পুলিশকর্মী। সবাইকেই দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জনৈক শেখ শাহজাহানকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, পুরুলিয়ার আড়শা থানার ভুরসা গ্রামের ওপর দিয়ে বজবং দলের শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময় এই সংঘর্ষ শুরু হয়ে যায়। দুপক্ষের মধ্যে ব্যাপক ইট-পাথর বৃষ্টি চলে। বেশ কয়েকটি দোকান-বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। সংঘর্ষেই আহত হন বছর পঞ্চান্নর শেখ শাহজাহান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, ডিএসপি হেড কোয়ার্টার-সহ চার পুলিশকর্মী ঘটনায় আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডিএসপি এবং তাঁর নিরাপত্তারক্ষীকে চিকিত্সার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।