গতকাল ২৪শে মার্চ, শনিবার ইসলামিক স্টেটের জঙ্গি ইয়াসমিন মহম্মদ জাহিদকে সাত বছরের জেলের সাজা শোনালো কোচির বিশেষ এনআইএ আদালত। জাহিদ কেরলের ইসলামিক স্টেটের কাসারগড় মডিউলের মাথা এবং তাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল। তাছাড়া সে সারা দেশে ঘুরে ঘুরে ইসলামিক স্টেটের জঙ্গি নিয়োগ করতো। তারপর সেসব জঙ্গিদেরকে ইরাক এবং সিরিয়া পাঠাবার ব্যবস্থা করতো। গত ২০১৬ সালের জুলাই মাসে তাকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে এনাইএ। তার ঐদিন কাবুল যাবার কথা ছিল। তাকে জেরা করে সারাদেশে ইসলামিক স্টেটের জাল কতদূর ছড়িয়েছে তা জানতে পারে এনআইএ।