এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ ধৃতের নাম মহম্মদ সফি ৷ গতকাল ২৪শে মার্চ, শুক্রবার সকালে কলকাতার রিপন স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের একটি পানশালার সামনে থেকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে৷ পরদিনই ধরা পড়ে আরও একজন৷ তার আগে একই ঘটনায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা৷ লালবাজারের দাবি , চল্লিশ বছরের মহম্মদ সফিও ওই একই চক্রের সদস্য৷ এদিন সকালের বিমানে জয়পুর পালানোর কথা ছিল তার৷ সেখান থেকে আজমের শরীফ যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের৷ পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে যাওয়ায় শেষ মুহূর্তে তার সেই ছক ভেস্তে যায়৷ প্রাথমিক জেরায় পুলিশ জেনেছে , মুম্বই -সহ বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে এসে তাকলকাতা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করার কাজটাই করত সফি৷ সফিকে জেরা করেই চক্রে জড়িত বাকিদের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷