নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত ছোট শিমুলিয়া গ্রাম। সেই গ্রামের রাস্তার পাশেই গ্রামের বাসিন্দা অসীম মন্ডলের জমিতে পাঁচুগোপাল প্রামানিকের সেলুন দোকান। কিন্তু গ্রামের দুইজন মুসলিম ব্যক্তি বাশার শেখ এবং বশির শেখ বালির ব্যবসা করেন এবং ওই সেলুন দোকানের সামনে রাস্তা আটকে বালি ফেলে রেখে ব্যবসা করতেন । এনিয়ে গত ৭ই মার্চ,বুধবার ওই সেলুন দোকানদার এবং দোকানে থাকা কয়েজনের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দিন রাত্রে স্থানীয় তিনজন হিন্দুকে গ্রেপ্তার করে, তারা হলো অসীম মন্ডল, রুহিতোষ ঘোষ এবং নিমাই বিশ্বাস। পরেরদিন ওদের আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ ২৩শে মার্চ, শুক্রবার হিন্দু সংহতির সহযোগিতায় ওই তিনজনকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনা হলো।
গ্রেপ্তার হওয়া ৩ কর্মীকে জেল থেকে ছাড়িয়ে আনলো হিন্দু সংহতি
