শিখ যুবকদের নিয়ে সন্ত্রাসবাদের ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গত ১৯শে মার্চ, সোমবার সংসদে একটি রিপোর্ট পেশ করা হয়েছে । সেই রিপোর্টে এমনই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে যে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই শিখ যুবকদের জঙ্গি মতাদর্শে প্ররোচিত করছে। পাকিস্তানে তাঁদের নিজস্ব ক্যাম্পে এই সব যুবকদের জঙ্গি কার্যকলাপে দীক্ষিতও করা হচ্ছে। জঙ্গি বাছাইয়ের জন্য ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে আইএসআই। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কানাডা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শিখ যুবকদের জোগাড় করছে আইএসআই। এরপর তাদের মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামতে উৎসাহ দেওয়া হচ্ছে। জঙ্গি হিসেবে বেছে নেওয়া হচ্ছে দাগী অপরাধী অথবা বেকার শিখ যুবদের। রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে, শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি নাশকতা চালিয়ে অস্থিরতা তৈরি করতে চায় পাক গুপ্তচর সংস্থা। পাশাপাশি হারিয়ে যাওয়া খলিস্তানি আন্দোলনকেও পুনর্জন্ম দিতে চায় আইএসআই।