বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে একদল মুসলমান হামলা করে এবং বাঁশ-রড দিয়ে পিটিয়ে প্রায় ৭জন হিন্দুকে আহত করে। ঘটনাটি ঘটে গত ১৪ই মার্চ,বুধবার সন্ধ্যায়। শ্যামনগরের বাধকাটা গ্রামের রঞ্জন মলের বাড়ির পাশের হরিমন্দিরে প্রতিবছরের মতো এইবছরও সপ্তাহব্যাপী ভাগবত ও গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় গীতাপাঠ চলাকালীন নামাজে সমস্যা হচ্ছে এই অজুহাতে গ্রামের আক্রম হোসেন বাবু,মফিজুর রহমান, মিলন হোসেন, গোলাম মোস্তফা ও আবুল হোসেন সহ আরো বেশকিছু মুসলমান ওখানে অংশ নেওয়া হিন্দুদেরকে বাঁশ ও রড দিয়ে পেটাতে থাকে। আর এতে গোকুল মন্ডল,সুধাংশু মন্ডল, সমীর মন্ডল, বনমালী মন্ডল, সুরেশ মন্ডল, রমেশ মন্ডল এবং সুকেশ সরকার। এদের সকলকে কাছের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় গীতাপাঠ কমিটির সভাপতি রণজিৎ বরকন্দাজ পুলিশে ওই মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শ্যামনগর থানার অফিসার সৈয়দ মান্নান আলী জানিয়েছেন যে এখনো পর্যন্ত পুলিস গীতাপাঠের আসরে আক্রমণের অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে।