ফের মুর্শিদাবাদ জেলা পুলিসের জালে ধরা পড়ল এক অস্ত্র কারবারি। গত ১৯শে মার্চ, সোমবার গভীর রাতে ইসলামপুর থানার নেতাজি পার্ক এলাকা থেকে সামারুল মণ্ডল নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ধৃত সামারুল বেআইনি অস্ত্র কারবারের ‘ডিলার’ বলে পুলিস দাবি করেছে। সব্জি ভর্তি ব্যাগে ধৃত অস্ত্রগুলি এনেছিল। সাতদিনে এনিয়ে দু’জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ন’টি পিস্তল, ১১টি ম্যাগজিন ও ৩৯রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মালদহ ও মুঙ্গের থেকে ওই সব অস্ত্র আসছে।
বিভিন্ন সময় ধৃত অস্ত্র কারবারিদের কাছ থেকে সামারুলের নাম জানতে পারে পুলিস। সেই মতো সোমবার রাতে ইসলামপুর থানার নেতাজিপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের বাড়ি হরিহরপাড়া থানার তুলসিপুরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের সঙ্গে থাকা সব্জির ব্যাগে তল্লাশি চালিয়ে ছ’টি সেভেন এমএম পিস্তল, ১১টি ম্যাগজিন ও ১৭রাউন্ডগুলি মিলেছে। পিস্তলগুলির দাম ১৭-১৮ হাজার টাকা। ধৃত কারবারি ইসলামপুরে কোনও ব্যক্তির কাছে সেগুলি বিক্রি করতে এসেছিল। স্থানীয় কোনও এজেন্টের মাধ্যমে সে মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রগুলি এখানে এনেছিল।
জেলার পুলিস সুপার মুকেশ কুমার বলেন, প্রায় এক মাস ধরে ট্র্যাক করার পর সামারুলকে গ্রেপ্তার করা হল। ধৃত এই কারবারের ডিলার। ধৃতের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।