বাঙালি হিন্দুর মাটি বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। বাঙালি হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার লড়াইয়ের নাম হিন্দু সংহতি। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গের স্বপ্নকে বাস্তবায়নের সংকল্পের নাম হিন্দু সংহতি।
নিকাহ হালালার বিরুদ্ধে লড়ছেন জঙ্গিপুরের নাসিমা বেগম
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের রঞ্জিতপুর গ্রাম। আর সেই গ্রামের বছর আটত্রিশের সাধা-মাটা মুসলিম গৃহবধূ নাসিমা বেগম। নাসিমা বেগমের দুই ছেলে-মেয়ে। ছেলে চোদ্দ বছরের আর মেয়ের বয়স বারো বছর। গত বছর একদিন ঝগড়া হয় নাসিমা ও তার স্বামী রবিউলের। আর সেই ঝগড়ার সময় রাগের মাথায় তিন তালাক বলে দেন রবিউল। সেই সময় নাসিমা বাড়ি ভিতরে ছিলেন এবং তিনি নিজের কানে শোনেনি। পরে তিনি এই ওঠা বাপের বাড়িতে চলে আসেন। কিন্তু ছেলে-মেয়ের মুখ চেয়ে এখন স্বামীর সঙ্গে ঘর করতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ধর্মান্ধ মোল্লা-মাওলানারা। তারা শরিয়তি মেনে নিকাহ হালালা করার কথা বলেছেন। না করলে তাদের দুইজনকে গ্রাম থেকে তাড়িয়ে দেবার হুমকিও দিয়েছেন তারা। রবিউল এই প্রস্তাবে রাজি হলেও রাজি নন নাসিমা। একাদশ শ্রেণী পর্যন্ত পড়া নাসিমা জানেন খবরের কাগজ পড়তে। তিনি জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে তিন তালাক দেওয়া নিষিদ্ধ। তবু গ্রামের মোল্লা-মাওলানারা কোনো কথা শুনতে রাজি নয়। তাদের বক্তব্য শরীয়তের নিয়ম মানতে হবে নাসিমাকে। কারণ শরীয়ত স্বয়ং আল্লার আইন। আর এই আইন পরিবর্তন করার অধিকার নেই সুপ্রিম কোর্টের। কিন্তু নাসিমা দৃঢ়ভাবে জানিয়েছেন যে ধর্মীয় নিয়মের জন্যে তিনি ধর্ষিতা হতে পারবেন না। তাই তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।