গত ১৮ই মার্চ, শনিবার ছিল হিন্দু নববর্ষের সূচনা। ঐদিন বিহারের ভাগলপুর শহরে হিন্দুদের একটি মিছিল নাথনগর হয়ে মালভখাস যাবার কথা ছিল। মিছিল যথরীতি গান ও স্লোগানের মধ্য দিয়ে এগিয়ে চলছিল। কিন্তু রাস্তার পাশে থাকা মুসলিমরা আপত্তি জানায়। এমনকি মিছিলে অংশ নেওয়া হিন্দুদের মারধর করে। আর এনিয়ে ক্ষিপ্ত হিন্দুরা পাল্টা মারধর করলে সংঘর্ষ শুরু হয়। হিন্দু ও মুসলিমরা েকে ওপরের দিকে পাথর ছুড়তে থাকে। এমনকি েকে ওপরের গুলি চালানোও হয়। এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এলেও সংঘর্ষের তীব্রতা এমন ছিল যে পুলিশ কাছে যেতে সাহস করেনি। পরে মুঙ্গের থেকে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৬জন পুলিশ অফিসার সহ ১২জন হিন্দু-মুসলিম আহত হয়েছেন। সবথেকে খারাপ পরিস্থিতি নাথনগর এলাকায়। বর্তমানে উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন রয়েছে।