বাংলাদেশের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দখল হওয়া দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন সেদেশের হিন্দুরা। গত ১৬ই মার্চ,শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনশন কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। তাঁরা অভিযোগ করেন, মন্দিরের ২০বিঘা দেবোত্তর ভূমির মধ্যে ১৪ বিঘাই বিভিন্ন সময়ে সরকারি কর্মচারী-নেতাদের যোগসাজশে দখল করে নিয়েছে কিছু মানুষ। এই জমি উদ্ধারে সরকার-সহ সকলের সহযোগিতা চেয়ে বক্তারা বলেন, ঢাকেশ্বরী মন্দিরের সম্পত্তি কেবলমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের নয়, এটি একটি ঐতিহ্যবাহী জাতীয় প্রতিষ্ঠান। তাই এর সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব রাষ্ট্রের। এই অনশন থেকে দাবি তোলা হয় যে মন্দিরের সম্পত্তি দখলকারী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।