বোমা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ আকাশ। শহরের কেশবগঞ্জচটি এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে,গত ১৬ই মার্চ, শুক্রবার রাতে সদরঘাটের দিক থেকে একটি নাইলনের থলি নিয়ে আসছিল আকাশ। তেলিপুকুর আন্ডারপাসের কাছে তাকে ধরা হয়। তল্লাশিতে তার কাছে থাকা নাইলনের ব্যাগ থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়। গতকাল ১৭ই মার্চ, শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে তিনদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস।