গত ৫ই মার্চ, ২০১৮ মায়ানমারের পার্লামেন্টে একটি আলোচনা চলাকালীন একজন সদস্য ইসলামকে ক্যানসার হিসেবে আখ্যা দেন। ঐদিন সংসদে রাখাইন রাজ্যের কামান সম্প্রদায়ের মুসলিম, যারা কিনা ব্যবসায়ী ধনী সম্প্রদায়, তাদেরকে ইয়াঙ্গনে পুনর্বাসন দেবার প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল সংসদে। তখন Union solidarity and Development Party (USDP) – এর এমপি ইউ মুয়াং ময়ান্তে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি মায়ানমারের সংসদে দাঁড়িয়ে বলেন, যে ইসলাম হলো ক্যানসারের মতো, কামান মুসলিমদের ইয়াঙ্গনে পুনর্বাসন দেবার অর্থ হলো ক্যানসারকে সারা দেশে ছড়িয়ে দেবার সুযোগ করে দেওয়া। তার বদলে তিনি সেই মুসলিমদের জন্মস্থান যে দেশে, সেই দেশে ফিরে যেতে বলেন। স্পিকার উইন ময়ান্তে এমপি ইউ মুয়াং ময়ান্তের প্রস্তাবের বিরোধিতা করেননি। তার এই প্রস্তাবকে সংসদের অন্যান্য এমপিরা সমর্থন জানান। তিনি আরো বলেন যে এই সমস্যার সমাধান রাখাইন প্রদেশে যেভাবে করা হচ্ছে, ঠিক সেইভাবে করা উচিত।
ইসলামকে ক্যানসার হিসেবে বর্ণনা করা হলো মায়ানমারের পার্লামেন্টে
