গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে মতুয়া মহাতীর্থে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত বারুনীস্নানে আসছেন। বিস্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই বছরে প্রায় তিরিশ লক্ষ ভক্ত সমাগম হতে পারে। আর দূর দূরান্ত থেকে আসা সেই ভক্তদের কথা মাথায় রেখে এই বছর মেলায় হিন্দু সংহতির তরফ থেকে মেলার শুরুর দিন থেকে জলসত্রের আয়োজন করা হয়েছে। দেখা গিয়েছে, হিন্দু সংহতির আয়োজিত জলসত্রে প্রচুর হরিভক্ত আসছেন এবং জলসেবন করছেন। গত ১৫ই মার্চ,বৃহস্পতিবার এই জলসত্রে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। তিনি নিজহাতে আগত হরিভক্তদের জল ও অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন। বারুণীস্নানে আগত হরিভক্তরা হিন্দু সংহতির এই উদ্যোগকে দুহাত তুলে সাধুবাদ জানিয়েছেন।
ঠাকুরনগরে বারুণীস্নানে আগত মতুয়া ভক্তদের জন্যে জলসত্র হিন্দু সংহতির
