গতকাল ১৫ই মার্চ, বৃহস্পতিবার মালদহের কালিয়াচক থানার পুলিশ এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করে। তার নাম রহমান মোমিন। পুলিস সূত্রে জানা গিয়েছে যে ধৃত রহমানের কাছ থেকে প্রচুর সিমকার্ড এবং ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আসলে রহমান নারী পাচার চক্রের মাথা। সে একাধিকবার বিয়ে করেছে এবং তাদেরকে ভিনরাজ্যে পাচার করে দিয়েছে। এই বছরের গোড়ার দিকে স্কুলে যাওয়ার পথে মেয়েটির সঙ্গে পরিচয় হয় রহমানের। তারপর গত ১৯শে ফেব্রূয়ারি মেয়েটি রহমানের সঙ্গে ঘর ছাড়ে ,কিন্তু রহমান তাকে বিয়ে করার নাম করে নিয়ে যায় আসামের গুয়াহাটিতে। সেখানে মেয়েটিকে দেহ ব্যবসায় নামানো হয়। মেয়েটি এর প্রতিবাদ করলে তার ওপর অত্যাচার করা হয় ,এমনকি দেহের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঘাত করে রহমান। কিন্তু মেয়েটি একজনের ফোন থেকে করে বাড়িতে সব ঘটনা জানায়। পরে তারা মালদহে এলে কালিয়াচক থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।