শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক মোটর বাইক পাচার চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিস। ধৃতের নাম আইনুল হক। তার বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ার চুরাখাওয়ায়। ধৃতের কাছ থেকে চারটি মোটর বাইক, একটি দেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) গৌরব লাল সাংবাদিক বৈঠক করে বলেন, পুরানো মামলায় খুঁজতে গিয়ে গত ১১ মার্চ, রবিবার ভক্তিনগর থানা এলাকা থেকে ধরা হয় আইনুলকে। তার কাছ থেকে দেশি পিস্তল ও গুলি পাওয়া যায়। হেফাজতে নিয়ে জানা যায় ধৃত মোটর বাইক চুরির সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে চোপড়া থেকে চারটি মোটর বাইক উদ্ধার হয়। ওই বাইকগুলি শিলিগুড়ি থেকে চুরি হয়েছিল।