গত ৭ই ফেব্রূয়ারি, বুধবার রাতে মায়তায় (গড়বেতা বিধানসভা, গোয়ালতোড় থানা, পশ্চিম মেদিনীপুর জেলায়) একটা বালি বোঝাই ট্রাককে চাঁদা চাইছিল স্থানীয় কিছু ছেলে। ট্রাক ড্রাইভার মুসলমান ছিল। চাঁদা দেওয়া নিয়ে একটু বচসা হয়। এনিয়ে ট্রাক মালিক আশিকুল খান পুলিশে অভিযোগ দায়ের করে। আর অদ্ভুত ভাবে পুলিশ এফআইআর-এ থাকা প্রথম দুই জনকে গ্রেপ্তার না করে হিন্দু সংহতির সক্রিয় কর্মী অচিন্ত মাল এবং তার ভাই বুবাই মালকে গ্রেপ্তার করে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে অচিন্ত মাল ও তার বুবাই মাল ওখানে ছিলনা। ওখানে স্থানীয় কিছু ছেলে প্রায় ৫ বছর আগে হনুমানজীর একটা মন্দির প্রতিষ্ঠা করে। মন্দির প্রতিষ্ঠার প্রায় দুই বছর পরে ওই গ্রামে হিন্দু সংহতির শুরু হয়। হিন্দু সংহতির সঙ্গে যোগাযোগ হওয়ার পরে জানতে পারা যায়, মায়তার পাশে শিরোমণি পুর নামে এক মুসলমান এলাকা রয়েছে। সেখানকার কিছু দুষ্কৃতী সুযোগ পেলেই বিভিন্ন ভাবে অত্যাচার করে থাকে এলাকার হিন্দুদের উপরে। কিছুদিন আগে পর্যন্তও হিন্দু মেয়েদের শ্লীলতাহানি করা এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সেই এলাকাগুলোতে। হিন্দু সংহতির ভরসায় অচিন্ত মালের নেতৃত্বে হিন্দু যুবকেরা লড়াই শুরু করে। ফলে হিন্দুরা মাথা উঁচু করে বাঁচার সুযোগ পায়। সেই অচিন্ত গ্রেফতার হওয়ায় এলাকার হিন্দুদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।