শুধু জম্মু ও কাশ্মীর নয়, দেশের একাধিক স্থানে হামলার পরিকল্পনা ছিল নিহত জয়েশ জঙ্গি এবং সুঞ্জোয়ানের সেনা ক্যাম্পে হামলার মূলচক্রী মুফতি ওয়াকাসের। গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার সুঞ্জোয়ান সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গিরা হামলা চালায়। ওই হামলায় জড়িত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের মুফতি ওয়াকাস ওরফে আবু আনসারের নাম উঠে আসে। গত ৫ মার্চ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীর পুলিস একটি টিম গঠন করে ওই জঙ্গির সম্বন্ধে খোঁজখবর নিতে শুরু করে। সে কাশ্মীরের যুবকদের মগজ ধোলাই করে আত্মঘাতী হওয়ার জন্য প্ররোচনা দিত বলে তদন্তে উঠে আসে। ইতিমধ্যে তার ফাঁদে পা দিয়ে তিন যুবক জয়েশ-ই-মহম্মদে যোগ দিয়েছে। শুধু তাই নয়, ভারতের একাধিক গুরুত্বপূর্ণ স্থানেও হামলার পরিকল্পনা নিচ্ছিল মুফতি ওয়াকাস।