গত ৬ই মার্চ, ২০১৮ যাদবপুরের বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা একটি ভারতকেশরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর মূর্তিতে ভাঙচুর চালায়। ওই ছাত্ররা মাওবাদীদের গণসংগঠন ”Radical” নামক একটি ছাত্র সংগঠনের সদস্য। তারা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে কালী মাখিয়ে দেয়। আর এই ঘটনার করা নিন্দা করলো হিন্দু সংহতি। হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনার নিন্দা জানান। তিনি লিখেছেন যে, ”পশ্চিমবঙ্গের স্রষ্টা, বাঙালির রক্ষাকর্তা ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ এই পশ্চিমবঙ্গের মাটিতেই তথাকথিত বাঙালিদের হাতেই কালিমালিপ্ত হলেন। খোদ কলকাতার বুকে তার মূর্তি ভাঙার চেষ্টা করা হলো। অথচ এটা ঐতিহাসিক সত্য যে, ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই কলকাতা ভারতের মধ্যে থাকতো না। তিনি এই তিলোত্তমা কলকাতাকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। পাকিস্তানের দোসর কম্যুনিস্টরা সেই আক্রোশেই হয়তো ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি ও বাঙালিয়তার মূর্ত প্রতীক। তাই ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর এই অপমান আপামর বাঙালি জাতির অপমান। আমি হিন্দু সংহতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি”। এছাড়াও তিনি মূর্তি ভাঙা ও কালি মাখানোর ঘটনার সঙ্গে যুক্ত দেশদ্রোহীদের দ্রুত গ্রেপ্তার করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের কাছে বাংলা ও বাঙালির পক্ষ থেকে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উপযুক্ত সম্মান প্রদানের জন্যে তাঁর নামে শিয়ালদহ স্টেশনের নাম ”শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যার্মিনাস” করার প্রস্তাব বিধানসভায় পেশ করার আবেদন জানান।