জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জের শিকারপুর চা বাগানে পুড়ে যাওয়া দেবী চৌধুরানি ভবানি পাঠকের মন্দির নির্মাণের কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে। গতকাল ২১শে ফেব্রুয়ারী, বুধবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ৫ মার্চ কলকাতায় পর্যটন দপ্তরে এনিয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। ঠিক আগের আদলেই আমরা মন্দিরটি তৈরি করে দেব। ওই মন্দিরে যাওয়ার রাস্তা ২০১২ সালে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকাকালীন করে দিয়েছিলাম। মন্দিরে সামনের মাঠটি এসজেডিএ থেকে করা হবে। সব মিলিয়ে মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এটা যেহেতু হেরিটেজের উপরে কাজ হবে তাই একটু সময় লাগবে।