ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গত ২১শে ফেব্রুয়ারী, বুধবার সাসপেন্ড করা হল বাঘাযতীন সম্মিলনী কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহ-সভাপতি আনারুল ইসলাম হালদারকে। ডায়মন্ড হারবারের বাসিন্দা আনারুলের বিরুদ্ধে এদিনই কলেজর দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এমনকী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও চিঠি লিখে সুবিচার চান। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত এ প্রসঙ্গে জানান, অভিযোগটি কলেজের জেন্ডার সেল খতিয়ে দেখছে। একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে যার সামনে আজ, বৃহস্পতিবার দু’পক্ষেরই বসার কথা রয়েছে। যতদিন না তদন্ত শেষ করে ওই কমিটি রিপোর্ট জমা দিচ্ছে, ততদিন সাসপেন্ডই থাকতে হবে আনারুলকে।