খুন সহ চোরাচালানে যুক্ত বাংলাদেশের এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার পুলিশ। সে চোরাপথ দিয়ে এ দেশে ঢুকেছিল। গত ২১শে ফেব্রুয়ারী, বুধবার রাত ১১টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ শাহিদ হোসেন লিটন। বাংলাদেশের সারসা থানার লাউতারা এলাকায় বাড়ি। বয়স ২৭ বছর। ধৃতের কাছ থেকে ১০ লিটার কোডেইন মিক্সচারও পাওয়া গিয়েছে। সে চোরাপথে এ দেশে ঢুকে অপরাধ ঘটিয়ে আবার বাংলাদেশে ফিরে গিয়ে গা ঢাকা দিত। তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না।
পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে পেট্রাপোলে জসীম মণ্ডল নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন। ধৃত লিটন এবং সঙ্গীরা এ পারে ঢুকে খুন করেছিল। খুনের অন্যতম সাক্ষী মৃতের বাবা বাবর আলি মণ্ডলকেও গুলি করে খুনের চেষ্টা করেছিল লিটন। নিরাপত্তার অভাব বোধ করে বাবর আলি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছিলেন। জেলা পুলিশের তরফে তাঁকে নিরাপত্তাও দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে লিটন মাদক নিয়ে এ দেশে ঢোকা মাত্রই পেট্রাপোল থানার কাছে খবর পৌঁছায়। তারপরই হাতেনাতে তাকে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, লিটনের সঙ্গীদের খোঁজেও তল্লাশি চলছে। তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।