ইহুদি রাষ্ট্র ইজরায়েলের বহুল প্রচারিত ও জনপ্রিয় সংবাদপত্র হলো দি টাইমস অফ ইজরায়েল। আর সেই সংবাদপত্রে হিন্দু সংহতির দশম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধটি লিখেছেন ইজরায়েলের বিশিষ্ট সাংবাদিক আমন্ড বর্সচেল-ড্যান। সেই নিবন্ধে হিন্দু সংহতির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিস্তারিতভাবে লেখা হয়েছে। এমনকি ঐদিনের সভায় ইজরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু-এর দাবি যে ইজরায়েলের রাজধানী জেরুজালেম, সেকথাও উল্লেখ করা হয়েছে। সেই দীর্ঘ নিবন্ধে গত ২০০৮ সাল থেকে বাঙালি হিন্দুর পাশে থেকে হিন্দু সংহতির লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। সেই প্রবন্ধে বলা হয়েছে যে ৭০,০০০ হিন্দুর জমায়েত থেকে ভয়েস ভোটের মাধ্যমে ইজরায়েলের রাজধানী জেরুজালেম – এই দাবিকে সমর্থন জানানো হয়। এছাড়াও ওই নিবন্ধের মাঝে মাঝে হিন্দু সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন ছবিও প্রকাশিত হয়। আমাদের পাঠকরাও পড়তে পারেন দি টাইমস অফ ইজরায়েল-এ প্রকাশিত নিবন্ধ, এই লিঙ্ক-এ – https://www.timesofisrael.com/in-calcutta-tens-of-thousands-at-pro-israel-rally-by-far-right-hindu-movement/
হিন্দুসংহতির দশম প্রতিষ্ঠা বার্ষিকীর খবর ইজরায়েলের সবচেয়ে বড়ো সংবাদপত্রে প্রকাশিত
