পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বেলডাঙা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের পর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাসের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতা বধূ কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। কালনা থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলার অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বধূ ১৪ ফেব্রুয়ারী বাড়িতে একা ছিলেন। অভিযোগ, সেই সময় এলাকার ১০০দিনের কাজের সুপার ভাইজার মোমরেজ শেখ ছবি তুলতে হবে বলে তাঁর ঘরে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী ধর্ষণের ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখে মোমরেজ। এরপর সেই ছবি প্রকাশ্যে আনার কথা বলে ব্ল্যাকমেল করে সে বেশ কয়েকবার ওই বধূর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ। এরপরই গতকাল ১৯ই ফেব্রুয়ারী, সোমবার ওই বধূ কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখনও পর্যন্ত দোষী মোমরেজ শেখ গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।