গতবছরে মায়ানমার থেকে প্রচুর রোহিঙ্গা মুসলমান চোরা পথে ভারতে প্রবেশ করে। এদেশে এরা বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে পরিগণিত। কিন্তু তা সত্ত্বেও এদেশে থাকা একাধিক মুসলিম সংগঠন এখানে থাকা রোহিঙ্গা মুসলিমদেরকে অন্ন,বস্ত্র ও বাসস্থান দিয়ে সহযোহিতা করে চলেছেন। আর তার ফলেই তারা এখন তাদের আপন দেশ মায়ানমারে ফিরতে চাইছে না। এই চিত্র সারা দেশে। প্রাপ্ত সংবাদ অনুযায়ী গত বছর ২০১৭ সালে মায়ানমার থেকে প্রায় ১৪০০ রোহিঙ্গা মুসলমান পালিয়ে এসে মিজোরামে আশ্রয় নেয়। বর্তমানে তারা মিজোরামের লাংতলাইসহ চারটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। বর্তমানে তারা মায়ানমারে ফিরে যেতে চায় না, ভারতে থাকতে চায়। এনিয়ে জেলার পুলিশ আধিকারিকরা যথেষ্ট চিন্তিত। জেলা পুলিশ আধিকারিক লালসাংরুলা জানিয়েছেন, মায়ানমারে পরিস্থিতি এখন শান্ত। আমরা রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে ফেরানোর সবরকম চেষ্টা করছি।