বাঙালি হিন্দুর মাটি বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। বাঙালি হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার লড়াইয়ের নাম হিন্দু সংহতি। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গের স্বপ্নকে বাস্তবায়নের সংকল্পের নাম হিন্দু সংহতি।
বাবরি মসজিদ সরিয়ে দেবার প্রস্তাব দিয়ে এআইএমপিএলবি থেকে বহিস্কৃত সলমন নাদভী
অযোধ্যা থেকে বাবরি মসজিদ সরানোর পরামর্শ দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) থেকে বহিষ্কৃত হলেন এগজিকিউটিভ সদস্য সলমন নাদভি। জানা গিয়েছে, সংগঠনের বিরুদ্ধে যাওয়ার কারণেই বহিষ্কার করা হয়েছে তাঁকে। অযোধ্যায় বাবরি মসজিদ গড়ার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে, এই মর্মে রবিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআইএমপিএলবি’র সদস্য কাসিম ইলিয়াস বলেন, ‘‘কমিটি জানিয়েছে, মসজিদ গড়ার বিষয়ে এআইএমপিএলবি-র পুরনো অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। কারণ মুসলিম ল বোর্ড বিশ্বাস করে মসজিদ একবার নির্মাণ হলে তাকে আর সরানো যায় না। সলমন নাদভি এই সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।’’ গত বৃহস্পতিবার একটি অডিও-ভিডিও ক্লিপে মৌলানা নাদভি মসজিদের স্থান বদলের কথা বলেন।