ইংলিশবাজারে মন্দিরে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুরাতন মালদহের মনসা মন্দির থেকে তালা ভেঙে দুষ্কৃতিরা অলঙ্কারসহ দামি জিনিসপত্র নিয়ে গেল। গত ১১ই ফেব্রুয়ারী, রবিবার রাতে মালদহের পুরাতন মালদহের বাচামারির রামচন্দ্রপুর এলাকায় ওই মনসা মন্দিরটি আছে। রবিবার ভোর রাতে সেখানেই তালা ভেঙে দুষ্কৃতিরা হানা দেয়। মন্দির পরিচালন কমিটির সূত্রে জানা গিয়েছে, সোনা ও রুপোর গয়না ও ঠাকুরের বাসনপত্র সহ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী দুষ্কৃতিরা নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মন্দির সংলগ্ন এলাকার বেশকিছু বাড়ির বাসিন্দারা সকালে নজর করেন যে বাড়ির গেট বাইরের দিক থেকে আটকানো হয়েছে। বাসিন্দাদের অনুমান দুষ্কৃতিরাই পরিকল্পিতভাবে এটা করেছে। যাতে স্থানীরা চুরির বিষয়টি টের পেলেও বাড়ি থেকে বের হতে না পারে। ওই ঘটনায় ইতিমধ্যেই মালদহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত ১০ই ফেব্রুয়ারী, শনিবার রাতে মালদহের ইংলিশবাজার থানার দক্ষিণ বালুরচরে একটি কালিমন্দিরে চুরি হয়েছিল। সেখানেও তালা ভেঙে বহু লক্ষ টাকা মূল্যের গহনা দুষ্কৃতিরা নিয়ে যায়। ওয়াকিবহাল মহলের অনুমান, খুব পরিকল্পিতভাবে শহরের মন্দিরগুলিকে চুরির জন্যে দুষ্কৃতিরা বেছে নিচ্ছে।