দক্ষিণ দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার সুধা নদীর একাংশ ভরাট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর একাংশের জমির মালিকানা দাবি করে স্থানীয় এক বাসিন্দা মাটি ভরাট করছিলেন। এদিন পাঞ্জিপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি ওই কাজ আটকে দিয়েছে। মহম্মদ সালাহউদ্দিন বলেন, ওই জমি আমাদের পরিবারের নামে রেকর্ড রয়েছে। মোট ৮৫ কাঠা জমি। নদীর স্রোত যাতে বাধা না পায় সেজন্য ২০ কাঠা জমি ছেড়ে দিয়ে মাটি ফেলছি। এদিন তৃণমূল কর্মীরা বাধা দিয়েছে। আমরা এনিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। তৃণমূলের পাঞ্জিপাড়া অঞ্চল কমিটির সভাপতি ফিরোজ খান বলেন, নদী ভরাটের কাজ চলছিল, আমরা আটকেছি। মাটি ভরাট করা হলে বর্ষার সময় জল বের হতে পারবে না। স্থানীয়রা সমস্যায় পরবেন। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। বাসিন্দারা বলেন, সুধা নদী বহু প্রাচীন। বর্ষার সময় ওই নদী দিয়েই এলাকার জল বের হয়।