মুকুন্দপুরের গেস্ট হাউস থেকে পাসপোর্ট, ১৩,৫০০ মার্কিন ডলার, ৭০ হাজার ভারতীয় টাকা, ৬০ হাজার বাংলাদেশী টাকা এবং মোবাইল ফোন চুরি করে বাংলাদেশে পালানোর পথে বনগাঁ থেকে বনগাঁ থানার পুলিশের সাহায্য নিয়ে আয়নাল হক সর্দার নামে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে পূর্ব যাদবপুর থানা। বাংলাদেশে সেনাবাহিনীর কর্মী লুৎফর হাসান মণ্ডল ছেলে তারিকের কিডনি প্রতিস্থাপনের জন্য মুকুন্দপুরে আসেন। বিদেশে সঙ্গী হিসাবে লুৎফর সঙ্গে এনেছিলেন শ্যালক আয়নাল হক সর্দারকে। আয়নাল একটি কিডনি দান করবে, এমন কথা ছিল। কিন্তু সেই শ্যালকই সর্বস্ব চুরি করে বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল। লুৎফর হাসান মণ্ডলের অভিযোগ পেয়ে তদন্তে নামে পূর্ব যাদবপুর থানা। খবর যায় লালবাজারে। তৈরি করা হয় বিশেষ টিম। এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে সীমান্তে লোক পারাপারের এক দালালকে। তার কাছ থেকে পাওয়া যায় ফোন নম্বর। সেই ফোনে আড়ি পেতে আয়নালের গতিবিধি জানতে পারে কলকাতা পুলিশ। তারপরই সীমান্ত পার হওয়ার মুখে বনগাঁ থানাকে দিয়ে গ্রেপ্তার করা হয় পলাতক আয়নালকে। পরে কলকাতা পুলিশের তরফে চুরি যাওয়া টাকা ফেরত দেওয়া হয়। কলকাতা পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।