বেআইনি ভাবে কয়লা মেশানো ও কয়লা পাচারের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল চোপড়ার বিজেপি নেতা সাহিন আখতারকে। চোপড়া থানার পুলিশ গত ৮ই ফেব্রূয়ারি, বৃহস্পতিবার রাতে চোপড়া থেকে গ্রেফতার করে তাঁকে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।’’
চোপড়ার দলুয়া এলাকায় পেট্রল পাম্প সংলগ্ন একটি জমি রয়েছে সাহিন আখতারের। সেখানেই বেআইনি কয়লার কারবার চলত বলে অভিযোগ। সম্প্রতি সেখানে হানা দিয়ে আটজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় কয়েকটি ট্রাক ও ছোট গাড়িও। তবে অধরা ছিলেন সাহিন আখতার। তাঁর খোঁজ চলছিল। পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলায় সাহিন আখতারের নাম রয়েছে। গতকাল ৯ই ফেব্রূয়ারি, শুক্রবার দুপুরে তাঁকে ইসলামপুর থানা থেকে আদালতে পাঠানোর সময় থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের দাবি, বাইরে থেকে নিম্নমানের কয়লা এনে তা মিশিয়ে সেই কয়লার কারবার চালাতেন সাহিন। আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১১, ৪১৪, ৩৭৯, ৪২০, ৪৬৪, ৪৬৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সাহিনের আইনজীবী সৌমেন্দু মজুমদারের (বাবলু) দাবি, রাজনৈতিক কারণেই সাহিনকে ফাঁসানো হয়েছে. আদালতে সেসব তথ্য তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি।