হিন্দু প্রেমিকা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করে দিল মুসলিম প্রেমিক। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামে। এদিকে, গতকাল ৮ই ফেব্রুয়ারী, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত সুফিয়ার রহমান ওরফে নিউটনকে গ্রেপ্তার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে গ্রেপ্তার করে। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় বলেন, আজ ৯ই ফেব্রুয়ারী, শুক্রবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটনের বাড়ি কাষ্টগড়া গ্রামেই। ওই গ্রামে তার মোবাইলের দোকান রয়েছে। সেই দোকানে মোবাইলের রিচার্জ করাতে আসতেন গ্রামেরই ওই যুবতী। তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আসা যাওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঘনিষ্ঠভাবে মেলামেশা করতো। সম্প্রতি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় নিউটন। কিন্তু, ওই ছাত্রী তা না মানায় তাদের সম্পর্কের অবনতি ঘটে।
ওই ছাত্রী বলেন, দিন কয়েক আগে বন্ধুদের মাধ্যমে জানতে পারি, নিউটন আমার বেশকিছু আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি পরে ওর সঙ্গে যোগাযোগ করলে সে বলে, ভুল করে হয়ে গিয়েছে। তোমার বাবা যেন কোথাও অভিযোগ না জানায়। আমি ফেসবুক থেকে ছবি ডিলিট করে দিচ্ছি। এদিকে ততক্ষণে ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়ে। এদিকে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে থানায় অভিযোগ জানাননি ওই ছাত্রীর বাবা। কিন্তু, গ্রামের বাসিন্দারা মিলে এব্যাপারে রামপুরহাটের মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ওই যুবকের নামে অভিযোগ জানান। সেইমতো এদিন নিউটনকে মল্লারপুরের একটি ব্যাঙ্ক থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নিউটনকে নিয়ে পুলিশ তার দোকানেও হানা দেয়। দোকানের কম্পিউটার সহ অনান্য সামগ্রী বাজেয়াপ্ত করতে গেলে বাধা দেয় নিউটনের আত্মীয়রা। তারা অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আরও পুলিশ বাহিনী এসে প্রয়োজনীয় সামগ্রী সহ অভিযুক্তকে থানায় নিয়ে আসে।