নির্ণায়ক যুদ্ধের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী রামদাস অটওয়ালে। শুধু পাক অধিকৃত কাশ্মীরই নয়, আক্রমণ করে পাকিস্তানের খানিকটা দখল করে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গতকাল ৭ই ফেব্রুয়ারী, বুধবার সাংবাদিকদের মহারাষ্ট্রের এই দলিত নেতা বলেন, কাশ্মীরে দিনের পর দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গোলা-গুলি চালাচ্ছে পাকিস্তান। তাই এবার পাকিস্তানের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ে নামার দরকার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেই পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নিতে হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী বলেন, নয়াদিল্লি বারে বারে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। কিন্তু পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ছে। তাই আমার মনে হয়, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে এখন নির্ণায়ক যুদ্ধে নামা দরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে উদ্ধৃত করে তিনি বলেন, ভারত হল বাঘ। আর আমাদের সামনে পাকিস্তান হল তুচ্ছ বস্তু। অটলজি বলেছিলেন, পাকিস্তান যদি আমাদের বন্ধুত্ব গ্রহণ না করে, আমরা ওদের আক্রমণ করবো। তিনি বলেন, আক্রমণের অভিঘাত এতটাই হবে যে ভারত শুধু পাক অধিকৃত কাশ্মীরই দখল করবে না। ওই ইসলামিক দেশের খানিক অংশও দখল করা হবে।