সিউড়ি শহরের ঘটতে থাকা ডাকাতি ও চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনাগুলির মূল পান্ডা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি প্রচুর পরিমানে (৪১টি) মোবাইল সহ চুরি যাওয়া বেশ কিছু মাল উদ্ধার হয়েছে।
সিউড়ি শহরে গত একমাস ধরে প্রায় গোটা পাঁচেক ডাকাতি চুরির ঘটনা ঘটেছে। তাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ হেফাজতে থাকা ধৃতদের মধ্যে গ্যাং এর মূল পান্ডা শেখ বাবু। সিউড়ির বাসিন্দা হলেও সে বর্তমানে আমোদপুরে থাকতো। কড়িধ্যার অজয় কাহার, সিউড়ি বাস স্ট্যান্ড ও পুরাতন পল্লীর শেখ সুমন, ছোটু শেখ এবং শাহজাহান মোল্লা। তাদের গ্রেপ্তার করে ৪১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন, তিনটি এল সি ডি টিভি, দুটি ব্যাটারী, একটি মিউজিক সিস্টেম, দুটি ইন্টারনেট ডিভাইস, চারটি কাঁসার থালা এবং একটি সোনার কানের গহনা উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি এয়ার গান, কিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে। বীরভূম জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেন, শহরে ঘটে যাওয়া বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনায় মূল পান্ডা সহ ৫ জনকে মাল সহ গ্রেপ্তার করা হয়েছে। ওই দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আগেও চুরি ও ছিনতাই এর অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে অনেকে মাদকাসক্ত আছে।