প্রায় ৩৩৫ ফুট উঁচু মন্দিরের মাথায় বসানো হল রাশিয়া থেকে আনা ২১ ফুটের সোনালি চক্র৷ গতকাল ৭ই ফেব্রুয়ারী, বুধবার মায়াপুরে ইসকনের বিশ্ব সদর দপ্তর ক্যাম্পাসে নতুন এই মন্দিরের চূড়া স্থাপনের অনুষ্ঠানে আসেন আমেরিকার ফোর্ড কোম্পানির মালিক আলফ্রেড বুশ ফোর্ড, যিনি হিন্দুধর্ম গ্রহণ করে বর্তমানে অম্বরীশ দাস। হেনরি ফোর্ডের নাতি অম্বরীশ দাস অনুষ্ঠান দেখে আপ্লুত৷ এ দিন নির্মীয়মান বিশাল গম্বুজাকৃতি মন্দিরটির মাথায় গাঁথা হয় দেড় টনের সেই চক্র৷ এ দিন সেই দৃশ্য দেখতে ভিড় করেছিলেন নানা দেশের প্রায় হাজার পাঁচেক মানুষ৷ আলফ্রেডের বাঙালি স্ত্রী শর্মিলা বলেন, ‘‘বাংলার এ মন্দির গোটা বিশ্বের আরও মানুষকে টেনে আনবেই৷’’ ফোর্ড নিজে অবশ্য বৈষ্ণবীয় রীতি মেনে শুধু বলেন, ‘‘সেবা করতে পারছি দেখে আমি খুব খুশি৷’’ ফোর্ড একাই এই মন্দিরের জন্য ২০০ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন বলে জানালেন ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস৷ চার লক্ষ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের ভিতরে ব্রহ্মাণ্ডের ত্রিমাত্রিক রুপ দেখা যাবে৷ মায়াপুর ইসকনের গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান ভক্তিচারু স্বামী মহারাজ বলেন, ‘‘বৈদিক প্ল্যানেটোরিয়াম গড়ার স্বপ্ন দেখেছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা৷ তিনি বলতেন, যেমন তাজমহলের স্থাপত্য দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসেন, তেমনই এখানে আসবেন সভ্যতা, দর্শন, ধর্ম সংস্কৃতি দেখতে৷ আলফ্রেড ফোর্ড ওরফে অম্বরীশ দাস প্রভুপাদের সেই স্বপ্নকে সফল করতে অনেকটাই সাহায্য করছেন৷’’