গত ৫ই ফেব্রুয়ারী, সোমবার আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান বিস্ফোরক, গুলি ও জিহাদি পুস্তিকাসহ এক মোটর ভ্যান চালককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম আজহার শেখ ওরফে রুবেল। তার বাড়ি থেকে পাইপগান, নাইন এমএম পিস্তলসহ প্রায় ২৫কেজি বিস্ফোরক ও জামাত-উল-মুজাহিদিন-এর প্রচুর পুস্তিকা পাওয়া গিয়েছে। তার বাড়ি রতনপুর গ্রামে। জানা গিয়েছে, ধৃত রুবেল মোটর ভ্যানের চালক। সে ডাকবাংলো স্ট্যান্ডে ভ্যান নিয়ে থাকতো। সে যে জিহাদি কাজকর্ম করছে তা পুলিশের কাছে অজানা ছিল। পুলিশ গাড়ি চেকিং করে, তাই জঙ্গিরা মোটরভ্যানে করেই অস্ত্র ও বিস্ফোরক পাচার ও মজুত করতো। গতকাল ৬ই ফেব্রুয়ারী, মঙ্গলবার তাকে জঙ্গিপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।