গাজোলের বইরগাচ্ছি কুতুবপুর গ্রাম থেকে চোরাই গাড়ির কারবারের মুল পাণ্ডাকে গ্রেপ্তার করলো গাজোল থানার পুলিশ। ধৃতের নাম আকতারুল হোসেন(২০), বাড়ি কুতুবপুর গ্রামের মহানন্দা নদীর ধারে। গত ৫ই ফেব্রুয়ারী, সোমবার রাতে গোপন সুত্রে খবর পায় গাজোল থানার পুলিশ। এরপর হানা দেয় কুতুবপুর গ্রামে। সেখানে তার বাড়ি থেকে হাতে নাতে আকতারুল কে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত চোরের সর্দার ছিল। চুরি করা গাড়ি বহু দিন থেকে কেনাবেচার ব্যবসা করে সে। তার বাড়ি থেকে দুটি বাইক উদ্ধার হয়। মোটর বাইক দুটির নম্বর প্লেট ছিল না। একটি কালো রঙের পালসার ও একটি নীল রঙের এপারচি বাইক। পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতে গাজোল থানায় নিয়ে আসে। গত মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী সকালে মেডিক্যাল করা হয় ধৃত বাইক চোরকে। তারপর ৪১১,৪১৩,৪১৪ ধারা কেস দিয়ে আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।