গতকাল ৫ই ফেব্রুয়ারী, সোমবার ভোর রাতে মালদহের বৈষ্ণবনগরের কুম্ভীরার কামাত থেকে প্রায় দু’লক্ষ টাকার জালনোট বিএসএফ বাজেয়াপ্ত করেছে। চোরাচালানের জন্যে আসা এক জালনোট কারবারীর বাইক থেকে ওই টাকার বান্ডিল পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। বিএসএফ জানিয়েছে, ১৯৭টি নতুন দু’হাজার টাকার নোট অর্থাৎ ১ লক্ষ ৯৪ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত হয়েছে। চোরাচালানকারীকে ধরা যায়নি। অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে চোরচালানকারী পালিয়ে যায় বলেও বিএসএফ দাবি করেছে।
বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন জালনোট পাচার নিয়ে গোপন সূত্রে খবর আসার পর সবদলপুর ও ফরাক্কায় দু’টি অভিযানকারী দল মোতায়েন করা হয়। ভোররাতে একজন সন্দেহভাজনকে কামাত গ্রামের দিক থেকে আসতে দেখা যায়। জওয়ানরা তাকে আটকাতে চাইলে সে মোটরবাইক নিয়ে উল্টোমুখে ঘুরে পালিয়ে যায়। কিন্তু তার বাইক থেকে একটি প্যাকেট পড়ে যায়। পরে জওয়ানরা সেই প্যাকেট বাজেয়াপ্ত করে জালনোট উদ্ধার করে। বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) আরপিএস জসোয়াল বলেন, ‘‘নতুন বছরে এখন পর্যন্ত ৪ লক্ষ ৬৮ হাজার টাকার নতুন টাকার জালনোট বাজেয়াপ্ত হয়েছে। এদিন বাজেয়াপ্ত করা টাকা পরবর্তী তদন্তের জন্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’’