রাজ্য থেকে ফের গ্রেপ্তার জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর জঙ্গি। গতকাল ৩রা ফেব্রুয়ারী, শনিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত জঙ্গির নাম শিস মহম্মদ। বাড়ি শামসেরগঞ্জের ইলিজাবাদ গ্রামে। সে গত বুধবার গ্রেপ্তার হওয়া জঙ্গি পয়গম্বর শেখের সঙ্গী। গত মাসে বুদ্ধগয়ায় বিস্ফোরক পাচারে পয়গম্বরের সঙ্গে শিসেরও হাত ছিল বলে পুলিশের দাবি। শিসকে শনিবার কলকাতায় এনে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এসটিএফ জানিয়েছে, শিস বিস্ফোরক তৈরিতে ওস্তাদ। খাগড়াগড় বিস্ফোরণের পর কিছু দিন চুপচাপ থাকলেও গত বছর থেকে তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নব্য জেএমবি গঠনের কাজ শুরু করে। এই সংগঠনের ৬-৭টি মডিউলের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। প্রতিটি মডিউলে ১০-১২ জন জঙ্গি আছে বলে খবর। গোয়েন্দারা জানাচ্ছেন, মুর্শিদাবাদ, বীরভূম লাগোয়া জেলাগুলির সঙ্গে বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশে নব্য জেএমবি-এর শিকড় ছড়িয়েছে মূলত পয়গম্বর ও শিসের হাত ধরেই।
জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর জঙ্গি শিস মহম্মদ গ্রেপ্তার মুর্শিদাবাদে
