গত ৩রা ফেব্রুয়ারী, শনিবার জাল পাসপোর্ট, জাল আধার কার্ড ও ভোটার কার্ড সমেত এক বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো শুল্ক দপ্তর। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তে। ধৃত যুবকের নাম জাহাঙ্গীর সিরাজুল মন্ডল। তার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। সে কয়েক বছর ধরেই এদেশে বসবাস করছে। এখানে থাকার সময় সে জাল আধার কার্ড ও ভোটার কার্ড বানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৩রা ফেব্রুয়ারী, শনিবার জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাওয়ার সময় চেকিং-এর অফিসারদের সন্দেহ হয়। তারপর তাকে জেরা করে জানা যায় যে সে ভারতের নাগরিক নয়। তখন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।