বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে ২২তম প্রধান বিচারপতি হিসেবে গত ২রা ফেব্রূয়ারি নিয়োগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানান। তিনি ৩রা ফেব্রূয়ারি, শনিবার সন্ধ্যা সাতটায় রাজধানী ঢাকাতে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। এমনকি হুমকির মুখে পড়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন।