নবম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে সম্প্রতি গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দোষীদের কঠিন শাস্তির দাবিতে গতকাল ২রা ফেব্রূয়ারি, শুক্রবার আসামের গুয়াহাটি লাগোয়া শোণিতপুরের ঢেকুয়াজুলিতে এক বিরাট মিছিল বের করে অসম চা জনজাতি ছাত্র সংস্থা। এতে শামিল হয় নিখিল ৰাভা ছাত্র সংস্থা ও বাঙালি যুব ফেডারেশন। ঐদিন এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রাখেন। গত ২২শে জানুয়ারী স্বরস্বতী পুজোর দিন ঢেকুয়াজুলির ওই আদিবাসী ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে রেখে গিয়েছিলো চার মুসলিম যুবক। পরে এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ওই চার দোষীকে গ্রেপ্তার করে। ওই চারজনের নাম হলো ইমদাদুল আমিন, রুহুল আমিন, নজরুল ইসলাম এবং সিরাজুল ইসলাম। ওই মিছিল থেকে গ্রেপ্তার হওয়া দোষীদের ফাঁসির দাবি করা হয়।
গণধর্ষণের দোষীদের ফাঁসির দাবিতে মিছিল আসামের ঢেকুয়াজুলিতে
